১৯৮৯ সালে কলকাতা বাংলা একটি জনপ্রিয় সিনেমা “চোখের আলোয়” মুক্তি পায়। এই সিনেমার পরিচালক ছিলেন শচীন অধিকারী।এই সিনেমাটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। “চোখের আলোয়” সিনেমার একটি জনপ্রিয় গান হচ্ছে “আর কত রাত একা থাকবো”। এই গানটির মিউজিক ডিরেক্টর ছিলেন বাপি লাহিড়ি এবং কণ্ঠশিল্পী হিসেবে গানটি গেয়েছেন আশা ভোঁসলে।এবং এই গানটি লিখেছেন পলক বন্দ্যোপাধ্যায়।এই গানটিতে অভিনয় করেছেন দেবশ্রী রায় এবং তাপস পাল।
- গানঃ আর কত রাত এক থাকবো
- চলচ্চিত্র: চোখের আলোয়
- শিল্পীঃ আশা ভোঁসলে
- সঙ্গীত পরিচালকঃ বাপ্পি লাহিড়ী
- গীতিকারঃ পুলক বন্দোপাধ্যায়
- পরিচালকঃ শচীন অধিকারী
- মুক্তি: 1989
- মেজাজ: রোমান্টিক
- থিম: ভালবাসা
- স্টারকাস্ট: তাপস পল, দেবশ্রী রায়, প্রসেনজিৎ, অনিল চ্যাটার্জি, শকুন্তলা বড়ুয়া, স্বরূপ দত্ত, মৃণাল
- Song : Aar Koto Raat Eka Thakbo
- Movie : Chokher Aloye
- Artist : Asha Bhosle
- Music Director : Bappi Lahiri
- Lyricist : Pulak Bandopadhyay
- Director : Sachin Adhikari
- Release: 1989
- Mood : Romantic
- Theme : Love
- Starcast : Tapas Paul, Debashree Roy, Prasenjit, Anil Chatterjee, Shakuntala Barua, Swarup Dutta, Mrinal
আর কত রাত একা থাকবো লিরিক্স। Aar Koto Rat aaka Thakbo Lyrics
আর কত রাত একা থাকবো
আর কত রাত একা থাকবো
আর কত রাত একা থাকবো
আর কত রাত একা থাকবো
চোখ মেলে দেখবো না তোমাকে
স্বপ্নের রঙ্গে ছবি আঁকবো ও ও ও..
চোখ মেলে দেখবো না তোমাকে
স্বপ্নের রঙ্গে ছবি আঁকবো
আর কত রাত একা থাকবো
আর কত রাত একা থাকবো
ফুলের গন্ধ ভরা বাতাস এসে
আমাকে পাগল করে বইবে
মুখ বুঝে মন কত সইবে…
ফুলের গন্ধ ভরা বাতাস এসে
আমাকে পাগল করে বইবে
মুখ বুঝে মন কত সইবে
এমন লগ্ন পেয়ে কি করে বলো
নিজেকে সরিয়ে আমি রাখবো
আর কত রাত একা থাকবো
আর কত রাত একা থাকবো
মিলন ছন্দ ঝরা সোহাগ নিয়ে
সেতারটা আর কত বাজবে
শুধু শুধু মন কত সাঁজবে..
মিলন ছন্দ ঝরা সোহাগ নিয়ে
সেতারটা আর কত বাজবে
শুধু শুধু মন কত সাঁজবে
এ মালা গাঁথার এই লজ্জ্বা আমি
কি করে আঁচল দিয়ে ঢাকবো
আর কত রাত একা থাকবো
আর কত রাত একা থাকবো
চোখ মেলে দেখবো না তোমাকে
স্বপ্নের রঙে ছবি আঁকবো ও..ও.ও
চোখ মেলে দেখবো না তোমাকে
স্বপ্নের রঙে ছবি আঁকবো
আর কত রাত একা থাকবো
আর কত রাত একা থাকবো
আর কত রাত একা থাকবো
আর কত রাত একা থাকবো
গানটির ডাউনলোড লিংক:
আর কত রাত একা থাকবো গানটি ডাউনলোড করতে চাইলে আমাদের নিচের দেওয়া ওয়েবসাইট লিংক থেকে ডাউনলোড করে নিতে পারবেন।
;