বড় ছেলেদের কষ্টের স্ট্যাটাস। মধ্যবিত্ত ছেলেদের কষ্টের গল্প
পরিবারের বড় ছেলে মনে হচ্ছে পরিবারের যাবতীয় ঝামেলা টানার একজন দানব। আমাদের দেশে পরিবারে বড় ছেলেদেরকে এভাবেই ছোটবেলা থেকে প্রস্তুত করা হয়। যেন সফল ঝামেলায় তার মাথার উপর দিয়েই চলে যাবে। বাবা যেন কারো অধীনস্থ ক্ষমতা বড় ছেলেটার হাতেই তুলে দিতে পারলেই বেঁচে যায়। আর আর বড় ছেলেদেরকে এরকম মেন্টালিটি নিয়ে বড় হতে হয়। গ্রামীণ জনজীবনে এর প্রভাবটা যেন আরো অনেক বেশি। জীবনের প্রতিটি মুহূর্তেই তাকে নানান ধরনের সমস্যা, ছোট ভাই বোনের লেখাপড়া, বিয়ে-শাদী, থেকে শুরু করে সবকিছু দায়িত্ব যেন তাকে গ্রহণ করতে হবে। সম্মানিত পাঠক, আপনারা যারা বড় ছেলেরা এই প্রতিবেদনটি প্রতিবেদনটি করছেন পড়ছেন তাদের জন্য আমরা কিছু বাস্তবসম্মত তথ্য আপনাদেরকে দিবো। যেগুলো আপনার জীবনের সাথে অনেকটাই মিলে যাবে।
ছেলেদের কষ্টের স্ট্যাটাস English
- “The elder sons of the family are considered as protectors, but who will protect the protectors”? ( “পরিবারের বড় ছেলেদেরকে রক্ষা কর্তা হিসেবে ধরা হয়, কিন্তু রক্ষা কর্তাকে রক্ষা করবে কে”? )
- “The eldest sons have to steer the boat against the family current, “only the eldest sons of the family understand how difficult it is to steer the boat against the current”. ( বড় ছেলেদেরকে পরিবারের স্রোতের বিপরীতে নৌকা চালাতে হয়, স্রোতের “বিপরীতে নৌকা চালানো কতটা কষ্টের তা একমাত্র পরিবারের বড় ছেলেরাই বুঝতে পারে”। )
- “All the realities of the world are in the heads of big boys, it can’t be done, if you do it, there will be a loss of honor, big boys can’t even make love”.( “দুনিয়ার সকল বাস্তবতা যেন বড় ছেলেদের মাথায়, এটা করা যাবে না ওটা করলে সম্মানের হানি হবে এসব চিন্তায় বড় ছেলেরা একটা প্রেম পর্যন্তকরতেপারেনা”। )
- “Elder boys have to give up everything due to family pressure, can’t buy any hobby or satisfy any hobby”.( “পরিবারের চাপে সবকিছুকে বিসর্জন দিতে হবে বড় ছেলেদেরকে, না পারে কোন শখের জিনিস কিনতে না পারে কোন কিছুর শখ মেটাতে”। )
- “All the desires of life remain unfulfilled in the case of older boys, the imperfection is the fullness”.( “জীবনের সব চাওয়া পাওয়া যেন অপূর্ণই রয়ে যায় বড় ছেলেদের ক্ষেত্রে, অপূর্ণতাই যেন পূর্ণতা”। )
মধ্যবিত্ত ছেলেদের কষ্টের গল্প
আমরা আমাদের প্রতিবেদনের এই অংশে মধ্যবিত্ত পরিবারের ছেলেদের গল্প। যেগুলো একবারে বাস্তবসম্মত সে সমস্ত কিছু গল্প আপনাদের সামনে উপস্থাপন করছি এই গল্পগুলো আপনার জীবনের সাথেও মিলে যেতে পারে। এই গল্পগুলো যদি আপনার জীবনের সাথে কাকতালীয় ভাবে মিলে যায় এটার জন্য আমরা দায়ী নই ।
গল্প নম্বর -১
রায়হান নামের একটি ছেলে সে মোটরসাইকেল প্রেমী একজন ছেলে। মোটর সাইকেল চালানো অথবা মোটরসাইকেল নিয়ে ঘুরে বেড়ানোটা তার জন্য একটি আনন্দের বিষয়। দুর্ভাগ্যবশত ছেলেটির বাবার কোন মোটর সাইকেল ছিল না। কোন এক কারণবশত সে তার বন্ধুর মোটর সাইকেল ধার চাইতে গিয়েছিল কিন্তু সেই বন্ধু তার দামি মোটর সাইকেলটি তাকে ধার দিতে অস্বীকৃতি জানায়। সে অনেক কাকুতি মিনতি করেও তার বন্ধুর মনকে গলাতে পারিনি। এ দিকে সে যে একজনকে কথা দিয়েছিল মোটর সাইকেলে করে গিয়ে তার সাথে দেখা করবে। সে তো অপেক্ষা করে বসে আছে। সে যদি মোটর সাইকেলে করে সেখানে না যায় তাহলে তার সম্মানের হানি হবে। তখন সে বুঝতে পারলো একটি মোটর সাইকেল তার জীবনে কতটাই প্রভাব ফেলেছে। তখন সে বুঝতে পারে আসলে মধ্যবিত্ত পরিবারের সব ছেলেদের এ ধরনের শখ না থাকাই ভালো। শেষ পর্যন্ত সে আর মোটরসাইকেলে করে সেখানে পৌঁছাতে পারেনি।
গল্প নম্বর-২
কলেজের বার্ষিক শিক্ষা সফরে যাওয়ার জন্য কলেজ থেকে প্রস্তুতি নেওয়া হচ্ছিল। জীবন নামের একটি ছেলে সেই কলেজের ছাত্র ছিল। সবাই যখন শিক্ষা সফরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল ঠিক তেমনি শিক্ষা সফরে যাওয়ার জন্য সেও প্রস্তুতি নিচ্ছিল। শিক্ষা সফরে যাওয়ার জন্য সে তার বাবার কাছে টাকা চেয়েছিল তার বাবা দিতে রাজি হয়েছিল। কিন্তু কলেজে টাকা জমা দেওয়ার ডেট ছিল ঠিক সেই তারিখেই তার মা অসুস্থ হয়ে গিয়েছিল।তার মাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। যে দিন শিক্ষা সফরে যাওয়ার ডেট ছিল তার আগের দিন তার মাকে হাসপাতাল থেকে নিয়ে আসা হয়।কিন্তু পরের দিন যে শিক্ষা সফরে যাওয়ার কথা তার বাবা তাকে আর টাকা দিতে পারে নাই। সেজন্য তারা শিক্ষা সফরে যাওয়া হয় নাই। তখন সে বুঝতে পেরেছিল একজন মধ্যবিত্ত ফ্যামিলির সন্তানের জন্য টাকা কি জিনিস এবং সব পূরণ করা কতটা অসাধ্য ব্যাপার ।ধন্যবাদ।