সট্যাটাস

নতুন বছরের ফেসবুক স্ট্যাটাস ২০২৫। Happy New Year Facebook Status 2025

নতুন বছরের শুভেচ্ছা ছন্দ

নতুন বছর নতুন স্বপ্ন, নতুন আশা এই প্রত্যাশা হোক সবার মনে।প্রতিটি  নতুন বছর  আসে সবার মনে আনন্দের বার্তা নিয়ে ।নতুন বছরে সবার মনে নতুন কিছু করার নতুন ভাবে সবকিছুকে সাজিয়ে নেওয়ার চিন্তাভাবনা সবার মনের মধ্যে লক্ষ্য করা যায়। সবাই চিন্তা করে আগামী  তার ভালোভাবে কাটে সেজন্য যে সকল কার্যক্রম হাতে নেওয়া দরকার সেগুলো তারা হাতে নেয়। এবং সেই অনুযায়ী আগামী দিনগুলোতে কার্যক্রম চালিয়ে থাকে। নতুনকে করে নিতে হলে নতুনত্বের প্রতি শ্রদ্ধা থাকতে হবে। পুরনো স্মৃতিগুলো ভুলে গিয়ে নতুনভাবে নিজেকে উপস্থাপন করতে হবে।  পুরনো সব ভুল ত্রুটি থেকে নিজেকে সরিয়ে নিতে হবে।জীবনকে সাজাতে হবে নতুন উদ্যমে নতুনভাবে।

সম্মানিত পাঠক, আপনারা অনেকেই অনলাইনে এসে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নতুন বছরের শুভেচ্ছা জানানোর জন্য স্ট্যাটাস প্রদান করেন। আবার অনেকেই স্ট্যাটাস প্রদানের ধারণার জন্য  অনলাইনে বিভিন্ন ধরনের ওয়েবসাইটে সার্চ করতে থাকেন। আপনাদের সুবিধার্থে আমাদের প্রতিবেদনে আমরা কিছু সুন্দর সুন্দর ফেসবুকের স্ট্যাটাস আপনাদের সামনে তুলে ধরব যেগুলো আপনার অনেক ভালো লাগবে।  এই স্ট্যাটাস গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে পারবেন।

নতুন বছরের শুভেচ্ছা ছন্দ

আমরা আমাদের প্রতিবেদনের এই অংশে নতুন বছরকে স্বাগত জানানোর জন্য কিছু সুন্দর সুন্দর শুভেচ্ছা ছন্দ  উপস্থাপন করছি। এই ছন্দ গুলো আপনি আপনার বন্ধু-বান্ধব আত্মীয় স্বজনকে পাঠাতে পারেন। নতুন বছর  মানে নতুন কিছু। তাই   নতুনত্বের ধারা  অব্যাহত রাখতে এই ছন্দ গুলো নির্মাণ করা হয়েছে। আমরা আশা করছি যে এই সম্পূর্ণ নতুন ছন্দ গুলো আপনার অনেক ভালো লাগবে।

( ১ )

“শুভ শুভ শুভ দিন

মনের মধ্যে বাজেছে বিন

নতুন স্বপ্ন নতুন আশা

 তোমার জন্য অনেক ভালোবাসা”

 শুভ নববর্ষ, শুভ নববর্ষ

( ২ )

“পুরনো সব স্মৃতি ভুলে

নতুন দিনে নতুন করে

 হাসবো মোরা প্রাণ খুলে”

শুভ নববর্ষ, শুভ নববর্ষ

( ৩ )

“নববর্ষের এই দিনে

 খুঁজছি তোমায় মনে মনে

দেখা হবে তোমার সনে

 এইতো আশা আমার মনে”

শুভ নববর্ষ, শুভ নববর্ষ

( ৪ )

“নববর্ষের এই দিনে স্বপ্ন হবে পূর্ণ আমার

 কেটে যাবে সকল অন্ধকার

গত বছরের ভ্রান্তি ভুলে

চলো একই পথে চলি দুইজনে”

শুভ নববর্ষ, শুভ নববর্ষ

নতুন বছরের ফেসবুক স্ট্যাটাস ২০২৫

বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে।সামাজিক যোগাযোগের মাধ্যমে যেকোনো উৎসব, বিশেষ দিন , জন্মদিন সহ বিভিন্ন দিবসগুলো আমরা সেলিব্রেশন করতে পারি।  আগে আমরা এই বিশেষ দিনগুলোর কথা কোন না কোনভাবে ভুলে যেতাম। কিন্তু সামাজিক যোগাযোগ ফেসবুকের মাধ্যমে আমরা এই দিনগুলোকে অনায়াসেই স্মরণ করে নিতে পারি। এ বিশেষ দিনগুলোর জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের স্ট্যাটাস শেয়ার করা হয়। তাই আমাদের প্রতিবেদনের এই অংশে আমরা কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমের ফেসবুকের কিছু নতুন বছরের  শুভেচ্ছা জানানোর স্ট্যাটাস শেয়ার করছি। আমরা আশা করছি যে এই স্ট্যাটাস গুলো আপনাদের অনেক ভালো লাগবে।

  • “নতুন বাংলাদেশের নতুন দিনে তোমাকে জানাচ্ছি নববর্ষের শুভেচ্ছা”——– “শুভ নববর্ষ”, “শুভ নববর্ষ”।
  • “আমার সকল ফেসবুক ফ্রেন্ডদেরকে ইংরেজি নতুন বর্ষের  অন্তরের অন্তস্থল থেকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি”- “শুভ নববর্ষ”। ———“হ্যাপি নিউ ইয়ার ২০২৫”
  • “দিন আসে দিন যায় আমাদের বন্ধুত্ব যেন আজীবন রয়ে যায়, হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে সকল ফেসবুক ফ্রেন্ডদেরকে  ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি”।———-  “হ্যাপি নিউ ইয়ার”। “হ্যাপি নিউ ইয়ার”।
  • “আমরা যেহেতু একটি নতুন বছরে পা রেখেছি, সেজন্য আসুন সবাই মিলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের মানুষের কল্যাণের জন্য একসাথে কাজ করি”।——— “শুভ নববর্ষ”, “শুভ নববর্ষ”।
  • “পুরনো সব গ্লানি ভুলে গিয়ে সামনের দিকে এগিয়ে চলতে নিজেকে উৎসাহিত করি এবং অন্য কেউ ও উৎসাহিত করি। সবাইকে নব  বর্ষের শুভেচ্ছা জানানো হচ্ছে”।—– “হ্যাপি নিউ ইয়ার”, “হ্যাপি নিউ ইয়ার”
  • “আসন্ন নতুন বছরটি তোমার জীবন নিয়ে হোক স্মরণীয় বছর এই প্রত্যাশা আমি করি”।———————“শুভ নববর্ষ”, “শুভ নববর্ষ”।
  • “নতুন বছরটি আপনাদের সকলের জীবনের জন্য এক আনন্দময় এই বছর হোক এই প্রত্যাশা আমাদের সকলের। সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানানো হচ্ছে”।————-“শুভ নববর্ষ”। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *