হ্যাপি নিউ ইয়ার বাংলা টেক্সট ইমেজ ২০২৫। Happy New Year Bangla SMS
২০২৪ সালের একেবারেই শেষ পর্যায়ে এসে পৌঁছেছি আমরা।২০২৪ সালের বিজয়ের ঘন্টা বেজে গেছে ইতিমধ্যেই।শুধুমাত্র আর কয়েকদিন অপেক্ষার পালা ২০২৫ সালের শুভ উদ্বোধন।পুরনো সব অতীত ভুলে গিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে আমাদেরকে। ২০২৪ সালে আমরা যে কাজগুলো সমাপ্ত করতে পারিনি ২০২৫ সালে এসে সেগুলো সমাপ্ত করব বলে দৃঢ় প্রত্যয় গ্রহণ করতে হবে। নির্দিষ্ট লক্ষ্যে আমাদেরকে পৌছতেই হবে।আর সফলতায় পৌঁছেতে গেলে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে। নববর্ষের দিনটিতে আমাদের বাঙালি সমাজের মধ্যে বেশ উত্তেজনা লক্ষ্য করা যায়। এই দিনটিকে তারা যথাযথ মর্যাদায় পালন করে থাকে। বিভিন্ন ধরনের অনুষ্ঠান উদযাপন করা হয় এই দিনে। শোভাযাত্রা, সংস্কৃতি অনুষ্ঠান, বিজয় মিছিল সহ নানান ধরনের কার্যক্রম গ্রহণ করা হয়।
৩১ শে ডিসেম্বর ২০২৪ ইং তারিখের ঠিক শেষ মিনিটে এবং ০১ জানুয়ারি ২০২৫ ইং তারিখের প্রথম মিনিটেই বিভিন্ন ধরনের আতশবাজি, ফানুস উড়ানো, ফটকা বাজি সহ নানান ধরনের কার্যক্রম বিশ্বব্যাপী প্রচলিত রয়েছে। বাংলাদেশেও এর বাইরে নয়। সম্মানিত পাঠক, আজকে আমাদের প্রতিবেদনে হ্যাপি নিউ ইয়ার এর এই সকল বিষয়গুলো নিয়েই একটি প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ প্রতিবেদনে নববর্ষের বিভিন্ন বিষয়গুলো তুলে ধরা হবে। যারা অনলাইনে এসে নববর্ষের শুভেচ্ছা জানানোর জন্য এসএমএস খুঁজতে থাকেন তাদের সুবিধার্থে আমরা বেশ কিছু এসএমএস এখানে তুলে ধরব। এই এসএমএস এবং টেক্সট ইমেজ গুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে সেগুলো আপনারা বিভিন্ন মাধ্যমে শেয়ার করতে পারবেন।
হ্যাপি নিউ ইয়ার বাংলা এসএমএস । Happy New Year Bangla SMS
যারা অনলাইনে এসে বিভিন্ন ধরনের ওয়েবসাইটে আপনার বন্ধুবান্ধব আত্মীয়-স্বজনকে হ্যাপি নিউ ইয়ার শুভেচ্ছা জানানোর জন্য বিভিন্ন ধরনের এসএমএস অনুসন্ধান করেন। তাদের সুবিধার্থে আমরা বিভিন্ন ধরনের হ্যাপি নিউ ইয়ার এর এসএমএসের আইডিয়া আপনাদেরকে দেব।এই আইডিয়াগুলো একটু রিচার্জ করে আপনারা সুন্দর সুন্দর এসএমএস তৈরি করতে পারবেন। আমরা আশা করছি যে এই এসএমএস গুলো আপনাদের অনেক ভালো লাগবে।
( ১ )
“নতুন বছর মানে নতুন স্বপ্ন নতুন আশা
তোমার জীবনে বয়ে নিয়ে আসুক অনাবিল ভালোবাসা”
“ হ্যাপি নিউ ইয়ার ২০২৫”
( ২ )
“তোমার হাসিতে হেসে উঠুক পুরো পৃথিবী
নতুন বছরের নতুন দিনে এ প্রত্যাশায় আমরা পড়ি,
সুখে দুখে থাকবো পাশে
যেন কোন বিপদ না আসে”
“শুভ নববর্ষ”, “শুভ নববর্ষ”
( ৩ )
“নতুন বছর মানে নতুন আশা
তোমার জীবন ভরে উঠুক
সুখ-সমৃদ্ধিও বন্ধুত্বের ভালোবাসা”
“হ্যাপি নিউ ইয়ার”
( ৪ )
“পুরনো সব দুঃখ ভুলে
চলো কাজ করি সবাই মিলে
সুখ শান্তিতে ভরবে জীবন
সবাইকে করে নেব আমরা আপন
সবাইকে নববর্ষের শুভেচ্ছা”-”শুভ নববর্ষ”
( ৫ )
“নতুন উদ্যানে নতুনভাবে শুরু করো জীবন
কখনো ভুলনা কে তোমার পর কে তোমার আপন
পুরনো সব ভুল-ত্রুটি
ভুলে গিয়ে হও তুমি কোটিপতি”
সবাইকে নববর্ষের শুভেচ্ছা,- “শুভ নববর্ষ”, “শুভ নববর্ষ”
হ্যাপি নিউ ইয়ার বাংলা টেক্সট ইমেজ ২০২৫
হ্যাপি নিউ ইয়ার এর শুভেচ্ছা জানাতে অনেকেই বাংলায় এসএমএস শেয়ার করতে চায়। আমরা আমাদের প্রতিবেদনের এই অংশে বাংলা এসএমএস গুলোকে ইমেজ আকারে সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করব। এই ইমেজগুলোকে নববর্ষের বার্তা হিসেবে আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যম Facebook সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ইমেজগুলো শেয়ার করতে পারবেন। এতে করে যাকে আপনি এই ইমেজগুলো পাঠাবেন তিনি অত্যন্ত খুশি হবেন বলে আমরা আশাবাদী। শত ব্যস্ততার মধ্যেও আপনি যদি এইরকম ইমেজগুলো আপনার বন্ধু বা প্রিয়জনকে পাঠান সে অবশ্যই আপনাকে প্রশংসিত করবেন।