সট্যাটাস

আজ হ্যাপি নিউ ইয়ার ২০২৫। English স্ট্যাটাস। English উক্তি

আজ আজ ২০২৪ সালের সমাপ্তির দিন এবং ২০২৫ সালের শুরুর দিন। রাত বারোটা এক মিনিটে ২০২৫ সালের শুভ আগমন ঘটতে যাচ্ছে। ২০২৫ সাল আগমনের  উপলক্ষে সারা বিশ্বব্যাপী বিভিন্ন ধরনের আয়োজন করা হয়েছে। এ আয়োজনের মধ্যে থাকছে শোভাযাত্রা, আতশবাজি, আলোকসজ্জা, মিছিল, এবং রাষ্ট্রীয় কার্যক্রম। বাংলাদেশ এর বাইরে নয় বাংলাদেশেও থাকছে এ ধরনের অনুষ্ঠানগুলো। অত্যন্ত অঞ্চল থেকে শুরু করে রাজধানী পর্যন্ত  শুভ  নববর্ষের  কার্যক্রম পালিত হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ অন্যান্য মাধ্যমগুলোতে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা বিনিময় ইতিমধ্যে শুরু হয়ে গেছে। ফেসবুকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানানোর জন্য বিভিন্ন ধরনের স্ট্যাটাস সারা বিশ্বের ছড়িয়ে পড়ছে। বাংলাদেশসহ সারাদেশে অনুষ্ঠানগুলোর জন্য সব ধরনের প্রস্তুতি শেষ করেছেন। এখন আজকে শুধু অপেক্ষা ২০২৪ সালের শেষ সেকেন্ডের জন্য।

বাংলাদেশ সরকারের বর্তমান প্রধান উপদেষ্টা ডঃ মোঃ ইউনুস রাষ্ট্রীয় বার্তা প্রদান করবেন আজকে। এবং  এবং নববর্ষের শুভেচ্ছা জানানোর জন্য রাষ্ট্রীয় সকল কার্যক্রমের উদ্বোধন করবেন।  রাষ্ট্রীয় কার্যক্রম গুলোর মধ্যে রয়েছে জাতীয় স্মৃতিসৌধের শ্রদ্ধা নিবেদন সহ আরো বেশ কিছু কার্যকম। দেশের বড় বড় রাজনৈতিক দলগুলো তাদের কেন্দ্রীয় অফিসে সমবেত হবেন। এবং দেশবাসীর উদ্দেশ্যে বার্তা প্রদান করবেন। কেন্দ্রীয় অফিসগুলোতে জাতীয় পতাকা উত্তোলন এবং দলীয় পতাকা উত্তোলন করবেন। দলীয় নেতা কর্মীদের কে নিয়ে নববর্ষের শুভেচ্ছা সকলের মাঝে ছড়িয়ে দিতে মিছিল সহ নানান ধরনের ব্যানার ফেস্টুন নিয়ে রাজপথে  নেমে পড়বেন। সম্মানিত পাঠক, তাই আজকে আমাদের প্রতিবেদনে শুভ নববর্ষ, হ্যাপি নিউ ইয়ার ২০২৫ নিয়ে একটি প্রতিবেদন তৈরি করার জন্য বসেছি।

আজ হ্যাপি নিউ ইয়ার ২০২৫

সারা বিশ্ব যখন হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানানোর জন্য প্রস্তুত হয়েছে। আমরাও এর বাইরে নই। আমরা আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সকলকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানাচ্ছি। “আপনার জীবনে আগামী বছরটি হয়ে উঠুক সুখী-সমৃদ্ধির একটি বছর- সকলকে নববর্ষের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার”। ২০২৫ সাল ঠিক এরকম একটি মুহূর্তে পদার্পণ করছেন যে সময় বাংলাদেশে শীতকালের প্রভাব বিস্তার করছে। এই শীতকালীন সময়ে সারা দেশের মানুষের মধ্যে একটি অন্যরকম অনুভূতির সৃষ্টি হয়। শীতকালীন সময়ে ভ্রমণ করার জন্য একটি উপযুক্ত সময়। এ সময় দেশের মানুষ জন বিভিন্ন জায়গায় বেড়াতে যায়। ঠিক সেই মুহূর্তেই নববর্ষের শুভ সূচনা হতে যাচ্ছে আর কিছুক্ষণ পরেই। এ যেন এক অন্যরকম অনুভূতি অন্যরকম  আবেগ কাজ করছে দেশের মানুষের উপর। অনেকেই এক ঢিলে দুই পাখি মারার চিন্তা ভাবনা করছেন। একদিকে শুভ নববর্ষ আর অন্যদিকে শীতকালীন সময়ের বিশেষ ট্যুর। সেজন্য ইতিমধ্যেই দেশের পর্যটন কেন্দ্রগুলোকে ঢেলে সাজানো হয়েছে। এবং ইতিমধ্যেই পর্যটন কেন্দ্রগুলোতে পর্যাপ্ত। ভিড় লক্ষ্য করা গেছে। হোটেল গুলোতে টিকিট বুকিং এর ভিড় পরে গেছে।

হ্যাপি নিউ ইয়ার ২০২৫ English স্ট্যাটাস

সামাজিক যোগাযোগ মাধ্যমে ইংলিশ স্ট্যাটাস শেয়ার করার জন্য অনেকেই অনলাইনে এসে বিভিন্ন ওয়েবসাইটে  ইংরেজি স্ট্যাটাস শেয়ারের জন্য আইডিয়া খুঁজতে থাকেন সে সকল ভাইদের জন্য আমাদের প্রতিবেদনের এই অংশে কিছু ইংলিশ স্ট্যাটাস শেয়ারের আইডি আপনাদেরকে প্রদান করা হচ্ছে। এই সকল আইডিয়াগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এগুলো শেয়ার করে আপনার বন্ধু-বান্ধব আত্মীয় স্বজনসহ দেশবাসীর উদ্দেশ্যে শেয়ার করতে পারেন।

  • “The best time for new beginnings is now. Wishing you a very Happy New Year!”
  • “This year, may your dreams come true and your happiness know no bounds. Cheers to 2025!”
  • “New Year’s is a time to reset, start fresh, and embrace new opportunities with open arms.”
  • “Let this year be the year you will be fearless, take risks, and dare to achieve everything you’ve dreamed of. Happy New Year!”
  • “May 2025 be the year you discover the strength to break your limits, chase your dreams, and achieve your goals.”
  • “The future belongs to those who believe in the beauty of their dreams. May this New Year give you the courage to follow them. Happy New Year!”
  • “Every year brings new opportunities. Seize them with hope, and may you have a fulfilling and prosperous 2025!”

হ্যাপি নিউ ইয়ার ২০২৫ English উক্তি

শুভ নববর্ষ উপলক্ষে অনেক কবি মনীষী বিভিন্ন ধরনের উক্তি বা বাণী প্রদান করেছেন।একটি বা বাণী গুলো আমাদের জীবনের একটি অনুপ্রেরনার অংশ।কবিদের এই বাণী গুলো আমাদের জীবনের প্রতিটি মুহূর্তেই অনুসরণ করা উচিত। সম্মানিত ভিউয়ার আপনারা যারা অনলাইনে এসে কবি মনীষীদের বিভিন্ন ধরনের বাণী বা উক্তি সংগ্রহ করতে চান তাদের জন্য আমাদের প্রতিবেদনের এই অংশে বিভিন্ন ধরনের উক্তি তুলে ধরা হচ্ছে। আপনি চাইলেই এই উক্তিগুলো আপনার প্রিয়জনের কাছে শেয়ার করতে পারেন।

  •  “Cheers to a new year and another chance for us to get it right.” – Oprah Winfrey
  •  “The future belongs to those who believe in the beauty of their dreams.” – Eleanor Roosevelt
  •  “The beginning is the most important part of the work.” – Plato
  • “May all your troubles last as long as your New Year’s resolutions.” – Joey Adams
  •  “New year—a new chapter, new verse, or just the same old story? Ultimately, we write it. The choice is ours.” — Alex Morritt

আমাদের এই প্রতিবেদনটি আশা করছি আপনারা যারা মনোযোগ সহকারে পড়েছেন তাদের অনেক ভালো লেগেছে।আপনাদের প্রতিবেদনের মাধ্যমে বিভিন্ন তথ্য দিতে পারলে এবং আপনাদের যদি ভালো লাগে তাহলে আমরা নিজেকে ধন্য মনে করব। আগামী দিনগুলো আপনার জীবনের জন্য একটি নতুন অধ্যায়ের শুভ সূচনা হোক এই প্রত্যাশা আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি। ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *