সট্যাটাস

ইংরেজি শুভ নববর্ষের শুভেচ্ছা । আজ হ্যাপি নিউ ইয়ার ২০২৫। Happy New Year 2025

 আজ ২০২৫ সালের প্রথম দিনে আমরা পদার্পণ করছি। ২০২৪ সালের সকল গ্লানি ব্যর্থতা ভুলে গিয়ে সামনের দিনগুলোতে যেন আমাদের ভালোভাবে কাটাতে পারি সেই প্রত্যাশা আমাদের সকলের হওয়া উচিত।। আগামী একটি বছর যেন সবাই মিলে একসাথে কাজ করতে পারি সেজন্য মহান আল্লাহতালার কাছে প্রার্থনা করি। সৃষ্টিকর্তা যেন আমাদের এই বছরটি সুখে শান্তিতে বসবাস করতে দেবেন।। Happy new year উপলক্ষে সারা বিশ্বে ব্যাপক আনন্দ উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। সারা বিশ্ব  যেন মেতে উঠেছে এক অভাবনীয় অনুভূতির খেলায়। বাংলাদেশের জনসাধারণের মধ্যেও একই রকম আনন্দ উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। সারা দেশে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালিত হচ্ছে। সাংস্কৃতিক অনুষ্ঠানসহ আতশবাজি, বিজয় মিছিল বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানানোর জন্য বাংলাদেশের প্রধান  উপদেষ্টা সহ, বিভিন্ন রাজনৈতিক দল, সমাজের সর্বস্তরের মানুষ, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ একে অপরকে শুভেচ্ছা বিনিময় করেন। আপনি যদি একটি প্রতিষ্ঠানের প্রধান হন তাহলে আপনাকে আপনার প্রতিষ্ঠানের সুনামের রক্ষার্থে প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা কর্মচারীর জন্য নববর্ষের শুভেচ্ছা প্রদান করা অত্যন্ত জরুরি একটি বিষয়। অনেক অনেক প্রতিষ্ঠানে নববর্ষের আগমন উপলক্ষে বিশেষ খাওয়া-দাওয়া ব্যবস্থা করা হয়। সেখানে যদি আপনি একটি শুভেচ্ছা বার্তায় প্রদান না করেন সেটি আপনার প্রতিষ্ঠানের জন্য মঙ্গল হবে না। তাই আজকে আমরা আমাদেরা প্রতিবেদনের মাধ্যমে যারা অনলাইনে এসে নববর্ষের শুভেচ্ছা প্রদানের জন্য বার্তা খোঁজেন তাদের সুবিধার্থে আমরা কিছু শুভেচ্ছা বার্তা প্রদান করব। আমরা যে বার্তাগুলো সাজিয়েছি সেগুলো যদি আপনাদের ভালো লাগে শেয়ার করতে পারেন অথবা এইখান থেকে আইডিয়া নিয়ে সুন্দর সুন্দর শুভেচ্ছা বার্তা তৈরি করে নিতে পারবেন।

আজ হ্যাপি নিউ ইয়ার ২০২৫। Happy New Year 2025

উৎসবের খেলায় নিতে বলেছে সারা বিশ্ব।এ যেন এক অন্যরকম  পাওয়া অন্যরকম অনুভূতি। সারা বছর নানান কর্মব্যস্ততার মধ্য দিয়ে অতিবাহিত হয়ে গেছে দিনগুলো। তাই আগামী বছর থেকে নিজের মতো  করে সাজিয়ে নেওয়ার জন্য আজকের এই দিনটাকে আনন্দ উৎসবের মধ্য দিয়ে বরণ করে নিতেছে অনেক।সকলের মনে একটাই প্রত্যাশা যেন আগামী বছরটি তাদের জন্য সাফল্যময় এবং প্রত্যাশা গুলো, চাওয়া পাওয়া গুলো পূরণ করতে পারে। একে অপরের মধ্যে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে দিনটিকে স্মরণীয় করে রাখার চেষ্টা করতেছে সবাই। বাংলাদেশের বাইরে যারা অবস্থান করছেন প্রবাসী ভাইয়েরা তারা বাংলাদেশী এম্বাসিগুলোতে আনন্দ উল্লাসের মাধ্যমে দিনটিকে সেলিব্রেশন করছেন। প্রবাসে তাদের তেমন কোনো আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব না থাকায় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে পরিবার-পরিজন আত্মীয়-স্বজনদেরকে শুভেচ্ছা বিনিময় করছেন। প্রেমিক প্রেমিকেরা সামাজিক যোগাযোগ মাধ্যম গুলো ব্যবহার করে ভিডিও কলের মাধ্যমে,ফোন কলের মাধ্যমে কিংবা মেসেজ প্রদানের মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করছেন। ৩১ ডিসেম্বর ২০২৪ইংরাত ১২টা (বারোটা) বাজার সাথে সাথেই উদযাপন শুরু হয়ে গেছে। আতশবাজি আর আলোকসজ্জা সারা শহর আলোকিত হয়ে গেছে। বিভিন্ন জায়গায় উচ্চস্বরে গান বাজনা বাজানো হচ্ছে। বিভিন্ন দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীগণ ও শুভেচ্ছা বার্তা প্রদান করেছেন। বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি ইংরেজি নববর্ষের শুভেচ্ছা প্রদান করেছেন ইতিমধ্যে। বিভিন্ন রাজনৈতিক দলগুলোও তাদের দলীয় শুভেচ্ছা বার্তা প্রদান করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে যেন ইংরেজি নববর্ষ উপলক্ষে স্ট্যাটাস শেয়ার করার ধুম পড়ে গেছে। ফেসবুকে হ্যাপি নিউ ইয়ার এর বিভিন্ন  ভিডিও ছড়িয়ে পড়ছে।

ইংরেজি শুভ নববর্ষের শুভেচ্ছা

আমরা আমাদের প্রতিবেদনের এই অংশে নববর্ষের শুভেচ্ছা জানানোর জন্য কিছু আইডিয়া আপনাদের সামনে উপস্থাপন করব।  আমরা আশা করছি যে আইডিয়াগুলো আপনাদের অনেক ভালো লাগবে। এই আইডিগুলো থেকে আপনারা সুন্দর সুন্দর শুভেচ্ছা বার্তা তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সহ আপনার বন্ধু-বান্ধব আত্মীয় স্বজনকে পাঠাতে পারবেন।

  • নতুন বছরের শুরুতেই মনের গভীর থেকে জানাই তোমার ও তোমার পরিবারের সকলের জন্য আন্তরিক শুভেচ্ছা। নতুন বছরের প্রতিটি মাস,প্রতিটি দিন,প্রতিটি মুহূর্ত যেন তোমার মনে সঞ্চারিত করে অনাবিল খুশির জোয়ার…হ্যাপী নিউ ইয়ার ২০২৫!!!
  • স্বপ্ন সাজাও রঙের মেলায় জীবন সাজাও রঙিন ভেলায় ফিরে চলো মাটির টানে ,নতুন সুরে নতুন গানে , নতুন আশা জাগাও প্রাণে খুঁজে নিও সুখের মানে । সবাইকে জানাই ইংরেজি নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা!! হ্যাপি নিউ ইয়ার ২০২৫!!
  • পুরনো বছরের সব বিষাদ স্মৃতি হারিয়ে যাক অতল গভীরে ; নতুন বছর বয়ে আনুক শান্তির বার্তা সকল প্রতিকূলতা যাক মুছে , সকল কলুষতা যাক ধুয়ে পৃথিবীতে বিরাজ করুক শুধুই আনন্দ !অনেক ভালোবাসা ও একরাশ শুভেচ্ছার সাথে জানাই হ্যাপি নিউ ইয়ার ২০২৫!!!
  • সকল অপূর্ণ মনোবাঞ্ছা পূর্ণ হোক নতুন বছরে!! সকল অপ্রাপ্তি পরিবর্তিত হোক সফল প্রাপ্তিতে; সকল জরাজীর্ণ মুছে গিয়ে শান্তি বিরাজ করুক প্রতিটি ঘরের অন্দরমহলে! হ্যাপি নিউ ইয়ার ২০২৫!! নতুন বছরের আন্তরিক শুভকামনা রইলো সকলের জন্য !!
  • বছরের প্রথম দিনটির মতন বছরের প্রত্যেকটা দিনই যেন তোমার সুখে ,আনন্দে ও সমৃদ্ধিতে কাটে। হ্যাপি নিউ ইয়ার ২০২৫!!!

আগামী বছরটি সকলের জন্য মঙ্গলময় হোক।আমরা আমাদের পক্ষ থেকে সেই কামনাই করছি।আগামী বছরের প্রতিটি দিন আপনার জন্য বয়ে আনুক  অনাবিল সুখ শান্তি আর ভালোবাসা। আপনার জীবন ভরে উঠুক ফুলে ফুলে সাজানো বাগানের মতো। আমাদের প্রতিবেদনটি যদি আপনাদের এতটুকু ভালো লাগে এতটুকু উপকারে আসে তাহলে আমরা নিজেকে ধন্য মনে করব। নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমাদের প্রতিবেদন শেষ করব। “সকল ব্যস্ততা  গ্লানি ভুলে যান- আগামী বছরটি নতুন করে সাজান” শুভ নববর্ষ” “হ্যাপি নিউ ইয়ার-২০২৫”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *