গরিব মানুষ নিয়ে কিছু কথা, ফেসবুক স্ট্যাটাস, উক্তি
গরিব বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে অপেক্ষাকৃত নিম্নমানের জীবন যাপন করাকে। অর্থাৎ যাদের অর্থ পয়সা আছে তাদের জীবন যাপন থেকে নিম্নমানের জীবন যাপন করাকে বুঝায়। তবে একটা কথা মনে রাখবেন পৃথিবীতে কেউ গরীব হয়ে জন্মায় না হয়তো ভালো মানের জীবন যাপন করার জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন হয় সেই পরিমাণ অর্থ তার কাছে নাই অথবা থাকেনা। আবারও এটাও ঠিক যে কেউ বিপুল পরিমাণ অর্থ সম্পদ নিয়ে অথবা সোনার চামচ মুখে নিয়ে কেউ জন্মায় না। পৃথিবীতে এসে তাকে অর্থ উপার্জন করতে হয়। এই অর্থ উপার্জন করার ধরন এক একজনের এক এক রকম থাকে। কেউ বেশি পরিমাণ অর্থ উপার্জন করে আবার কেউ কম পরিমাণ অর্থ উপার্জন করে। যে বেশি পরিমাণ অর্থ উপার্জন করে সে ভালো মানের জীবনযাপন করতে পারে আবার যে কম পরিমাণ অর্থ উপার্জন করে সে অপেক্ষাকৃত অন্যের থেকে নিম্নমানের জীবন যাপন করে। এই নিম্নমানের জীবন যাপন করার জন্যই মানুষ তাকে গরিব বলে আখ্যায়িত করে।
বাংলাদেশে অনেক মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করে, তাদেরকে আমরা গরিব বলে থাকি। কারণ তাদের অর্থ সম্পদ অনেক কম থাকে অথবা থাকেই না। দিন আনে দিন খায় ইংরেজিতে যেটাকে বলে হ্যান্ড টু মাউথ। কাজ করলে তাদের খাওয়া জুটে আর কাজ না থাকলে তাদের খাওয়া জোটে না। আমাদের দেশে এরকম অসংখ্য মানুষ রয়েছে যাদের দু বেলা খাওয়ার মতো কোনো ক্ষমতা নাই। আসুন আমরা সবাই মিলে একসাথে এ সকল মানুষদের পাশে দাঁড়াই। তাদের অবস্থান উন্নতির জন্য একটু সহায়তা করি। সম্মানিত পাঠক, আজকে আমরা আমাদের প্রতিবেদনে সেই সকল মানুষদের নিয়ে কিছু কথা এবং তাদের ফেসবুকের স্ট্যাটাস কেমন হতে পারে সে সম্পর্কে আপনাদের কি একটু ধারণা দিতে আমাদের প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
গরিব মানুষ নিয়ে ফেসবুক স্ট্যাটাস
বর্তমান আধুনিক যুগে ধনী গরিব নির্বিশেষে কোন না কোন ভাবে ইন্টারনেটের সাথে জড়িত। বর্তমান সময়ে ফেসবুকে একাউন্ট নেই এরকম মানুষ খুঁজে পাওয়া একটু হলেও কঠিন আছে। বর্তমানে এমন একটি অবস্থা যে অন্যান্য রাষ্ট্রে কুকুর বিড়ালদের নামেও ফেসবুকে অ্যাকাউন্ট আছে। অনেক ছেলেমেয়েরা রয়েছে যারা নিজেকে গরিব মনে করে। তারা ফেসবুকে বিভিন্ন ধরনের স্ট্যাটাস শেয়ার করে, আমরা আমাদের প্রতিবেদনে সে রকম কিছু স্ট্যাটাস তাদের সামনে উপস্থাপন করছি।
- “বর্তমান সমাজে গরিব মানুষের দাম নেই, যাদের অর্থ সম্পদ আছে তারা সব জায়গায় সম্মানিত হয়”
- “অর্থসম্পদ না থাকলে আত্মীয় স্বজনদের কাছ থেকেও মূল্য পাওয়া যায় না”
- “গরিব মানুষের একমাত্র ভরসা সৃষ্টিকর্তা, তারা বাঁচে শুধু আশায় আশায়”
- “যারা গরীব অর্থাৎ যাদের অর্থ সম্পদ কম পরকালে তার হিসেবের পরিমাণও কম, যাদের অনেক সম্পদ আছে মৃত্যুর পর তাকে তার সমস্ত সম্পত্তি হিসেবে দিতে হবে”
- “ আমরা গরিব হলেও আমাদের মন অনেক বড়, এই দুনিয়াতে অনেক টাকা ওয়ালা আছে যারা সামান্য ভিক্ষুকদেরকেও ভিক্ষা দিতে চায় না”
- “মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, আসুন সবাই মিলে একসাথে বসবাস করি”
- “সকল ধন বৈষম্যের বিভেদ ভুলে সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে দেশটাকে গঠন করি, নতুন বাংলাদেশে হোক এই আমাদের অঙ্গীকার”
গরিব মানুষ নিয়ে কিছু উক্তি
আমাদের প্রতিবেদনের এই অংশে গরীব মানুষের কিছু সুন্দর সুন্দর উক্তি যেগুলো বিভিন্ন কবি -মনিষী বিভিন্ন সময়ে এই উক্তিগুলো প্রদান করেছেন। আপনাদের সুবিধার্থে এই উক্তি গুলো আমাদের প্রতিবেদনে সুন্দর উপস্থাপন করা হচ্ছে। আপনি ইচ্ছে করলে এখান থেকে এগুলো সংগ্রহ করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে পারেন।
“দারিদ্রতা শুধু টাকার কমতি নয়, বরং
নিজের কাজ করার সামর্থ্য আছে এটা বোঝার অক্ষমতাও দারিদ্রতা।
— ——অমর্ত্য সেন
দরিদ্র মানুষের একমাত্র যেটি প্রয়োজন সেটি হচ্ছে সুযোগ।— ড. মুহাম্মদ ইউনূস
যদি তোমার স্বপ্ন দেখার সাহস থাকে আর সেই স্বপ্নের জন্য তুমি মরতেও রাজি থাকো,
তবে জেনে রেখো টাকার অভাবে তোমার কোনো স্বপ্নই আটকে থাকবে না।——-— জ্যাক মা।
গরিব মানুষ নিয়ে কিছু কথা
গরীব মানুষকে নিয়ে কিছু মূল্যবান কথা আপনাদের সামনে আমাদের প্রতিবেদনের হিসাব উপস্থাপন করা হচ্ছে। যে কথাগুলো বাস্তব জীবনের সাথে মিল দেখি। এই কথাগুলো আমার কথা নয় মানুষের নিত্যান্তই বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে নেওয়া।
- “আমরা গরীব, সমাজের সবচেয়ে নিকৃষ্ট প্রাণীদের মধ্যে আমরা একটি”
- “গরিব মানুষেরা একটা সময় পরে নিজের জীবনের উপরে অতিষ্ঠ হয়ে পড়ে”
- “অনেক গরিব মানুষ সংসারের চাপে নিজের মেধা শূন্য হয়ে পড়ে”
- “অভাবের সংসারে অনেক গরিব মানুষ নিষিদ্ধ পদ বেছে নেয়”
- “গরিব মানুষদেরকে সংগ্রাম করে বাঁচতে হয়, তাদের জীবনটা সংগ্রামী জীবন”
যারা সমাজে অর্থ সম্পদ ওয়ালা তাদের পার্শ্ববর্তী যে সকল গরিব মানুষেরা রয়েছে-যাদের দিন এনে দিন খেতে হয়, অর্থের অভাবে যাদের ছেলে মেয়েরা লেখাপড়া করতে পারে না, অর্থের অভাবে যারা চিকিৎসা করতে পারে না, অর্থের অভাবে যারা ভালো মন্দ কিছু খেতে পারে না তাদের দিকে সহানুভূতির হাত বাড়িয়ে দেওয়া উচিত। একটা কথা মনে রাখবেন নিজে ভাল থাকলে আপনি কখনোই সুখী হতে পারবেন না। আমাদের দেশে বর্তমানে বিভিন্ন ধরনের সংস্থা যেসব গরিব দুঃস্থ মানুষদের জন্য বিভিন্নভাবে আর্থিক সহায়তা দিয়ে আসছে। তাদেরকে বিভিন্নভাবে ঋণ দিয়ে সহায়তা করছে। বিভিন্ন সরকারি অনুদান প্রদান করা হচ্ছে। আপনি একটু এগিয়ে আসলেই এ সকল গরিব মানুষেরা একটু হলেও স্বাবলম্বী হতে পারে।ধন্যবাদ।