
শুরু হয়ে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ২০২৫ এর খেলা সমূহ। ইতিমধ্যেই বিপিএলের সম্পূর্ণ আয়োজন শেষ হয়ে গেছে। এখন শুধু মূল আকর্ষণ হচ্ছে ৪৭ টি মাঠের লড়াই ।এ লড়াইয়ে কে জিতবে কে হারবে সেটাই দেখার বিষয়। সুপ্রিয় ক্রিকেট মোদি দর্শকবৃন্দ আপনাদের অপেক্ষার পালা শেষ পর্যায়ে ।যারা অধির আগ্রহে অপেক্ষা করছেন বিপিএলের খেলা গুলো উপভোগ করার জন্য। এবারের বিপিএল সম্পূর্ণ নতুন আঙ্গিকে সাজানো হয়েছে। বর্তমান বিসিবির প্রধান উপদেষ্টা অত্যন্ত আকর্ষণীয় ভাবেএবারের বিপিএল আয়োজন করেছেন।
বিপিএল ২০২৫এর সময়সুচী
বিপিএলে এবারের আসরের সময় নির্ধারিত হয়েছে। এবারের আসর শুরু হতে যাচ্ছে ৩০ ডিসেম্বর ২০২৪ থেকে এবং আসরের এবারের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে ৭ফেব্রুয়ারি। বিপিএলে এবারের আসরের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে সদ্য স্বাধীন হওয়া বাংলাদেশের পরিস্থিতি তাই দেশ ও বিদেশের ক্রিকেটপ্রেমীদের মনে বিপিএল ২০২৫ ঘিরে বিশেষ উন্মাদনা কাজ করছে।নতুন বোড সভাপতি কিভাবে এবারের আসরটি সাজাতে পারে সেদিকে সকল ক্রিকেটপ্রেমীদের মনে ঘুরপাক খাচ্ছে। সুতরাং বোঝা যাচ্ছে এবারের আসর সম্পর্কে দশকের আগ্রহ কতটুকু।
( Releted Post )বিপিএল ২০২৫ অনলাইনে টিকেট সংগ্রহ ও টিকেটর মূল্য
https://unique36.com/bpl-2025-online-ticket-songgrow-o-mullo/
বিপিএল ২০২৫এর খেলোয়ার তালিকা
আসুন এবার জেনে নেওয়া যাক বিপিএলে কোন দল কোন কোন খেলোয়াড়দের কে তাদের দলে ভিড়িয়ে এনেছেন। আমরা এখন এবারের আসরের দেশীয় প্লেয়ার বা খেলোয়াড় কে কোন দলে আছে সে সম্পর্কে আপনাদেরকে অবহিত করব।সাথে সাথে বিদেশি প্লেয়ার কে কোন দলে আছে সে সম্পর্কে ও জানাবো।
ফরচুন বরিশাল
ফরচুন বরিশালের হয়ে দেশীয় প্লেয়ার হিসেবে খেলবেন- মাহমুদুল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত, তানভীর ইসলাম, এবাদত হোসেন, নাঈম হাসান, রিশাদ হোসেন, তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম, আরিকুল ইসলাম, রিপন মন্ডল।
ফরচুন বরিশালের হয়ে বিদেশী প্লেয়ার হিসেবে খেলবেন- পাথুম নিশাঙ্কা,জেমস ফুলার, নারেন্দ্র বার্গার
দুর্বার রাজশাহী
দুর্বার রাজশাহীর হয়ে দেশীয় প্লেয়ার হিসেবে খেলবেন-তাসকিন আহমেদ, ইয়াসির আলী, সাব্বির রহমান,সানজামুল ইসলাম, জিসান আলম, শফিউল ইসলাম, মেহের শেখ।, মেহেরাব হোসেন, আকবর আলী, হাসান মুরাদ।
দুর্বার রাজশাহীর হয়ে বিদেশী প্লেয়ার হিসেবে খেলবেন-সাদ নাসিম ,লাহিরু সামারাকুন।
ঢাকা ক্যাপিটাল
ঢাকা ক্যাপিটালের হয়ে দেশী প্লেয়ার হিসেবে খেলবেন-লিটন দাস, মুকিদুল ইসলাম, আবু জায়েদ, হাবিবুর রহমান, মুনিম শাহরিয়ার,আফিফহোসেন, শাহাদাত হোসেন।
ঢাকা ক্যাপিটালের হয়ে বিদেশী প্লেয়ার হিসেবে খেলবেন-সাইম আইয়ুব, আমির হামজা।
রংপুর রাইডার্স
রংপুর রাইডার্সের হয়ে দেশী প্লেয়ার হিসেবে খেলবেন-নাহিদ রানা, সাৈম্য সরকার,সাইফ হাসান, রাকিবুল হাসান, রেজাউর রহমান, ইরফান শুক্কুর, কামরুল ইসলাম, তৌফিক খান।
রংপুর রাইডার্সের হয়ে বিদেশী প্লেয়ার হিসেবে খেলবেন-আকিফ, জাবেদ, কটিস ক্যাম্ফার।
সিলেট স্ট্রাইকার্স
সিলেট স্ট্রাইকার্সের হয়ে দেশী প্লেয়ার হিসেবে খেলবেন-রনি তালুকদার, মাশরাফি বিন মুর্তজা ,আলামিন হোসেন, আরাফাত সানি, রুবেল মিয়া, আরিফুল হক, নাহিদুল ইসলাম।
সিলেট স্ট্রাইকার্সের হয়ে বিদেশী প্লেয়ার হিসেবে খেলবেন- কর্ণওয়াল,সামিউল্লাহ শেনোয়ারি, রিসটপলি।
চিটাগং কিংস
চিটাগং কিংসের হয়ে দেশী প্লেয়ার হিসেবে খেলবেন- শামিম হোসেন,পারভেজ হোসেন,খালেদ আহমেদ,মোহাম্মদ মিঠুন,চিটাগং কিংসের হয়ে বিদেশী প্লেয়ার হিসেবে খেলবেন-গ্রাহাম ক্লাক,থমাস ওকনেল।
খুলনা টাইগাস
খুলনা টাইগাসের হয়ে দেশী প্লেয়ার হিসেবে খেলবেন-হাসান মাহামুদ,মোহাম্মদ নাঈম,ইমরুল কায়েস,মোস্তাফিজুর রহমান,মাহামুদুল হাসান,আবু হায়দার,জিয়াউর রহমান।
খুলনা টাইগাসের হয়ে বিদেশী প্লেয়ার হিসেবে খেলবেন-লুইস,মোহাম্মদ হাসনাইন।
( Releted Post ) বিপিএল ২০২৫ অনলাইনে টিকেট সংগ্রহ ও টিকেটর মূল্য
https://unique36.com/bpl-2025-online-ticket-songgrow-o-mullo/
বিপিএলের হাইলাইটস ডাউনলোড
যারা বিপিএল ২০২৫ এর হাইলাইটস, হ্যাটট্রিক, বেস্ট রানের ভিডিও ডাউনলোড করতে চান। তারা আমাদের প্রতিবেদনের এই অংশের নিচে যে লিংক গুলো দেওয়া হয়েছে সেগুলো থেকে ডাউনলোড করে নিতে পারবেন। প্রথম দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করা সম্ভব না হলে দ্বিতীয় লিঙ্কে গিয়ে ডাউনলোড করতে পারবেন।