সম্মানিত পাঠক, আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২৫ (বিপিএল0 শুরু হতে যাচ্ছে ৩০ ডিসেম্বর ২০২৪ ইং তারিখ হতে।এবারের বিপিএল সম্পূর্ণ নতুন আঙ্গিকে শুরু হতে যাচ্ছে। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে নতুন প্রত্যয় নিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা এবারে বিপিএলকে সাজিয়েছেন নতুন আঙ্গিকে।
প্রতিবছর ডিসেম্বর থেকে জানুয়ারি মাসের মধ্যেই বাংলাদেশ প্রিমিয়ার বিপিএল খেলাটি অনুষ্ঠিত হয়। তারই ধারাবাহিকতায় এবারের টুর্নামেন্টে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারে এবারের টুর্ণামেন্টে থাকছে বেশ কিছু আকর্ষণীয় দিক আমরা আজকের প্রতিবেদনে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আমরা আশা করছি যে আপনারা মনোযোগ সহকারে আমাদের এই প্রতিবেদনটি করবে এবং বিপিএল সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন।
বিপিএল ২০২৫ এর মাসকট ‘ডানা ৩৬’
এবারের বিপিএলে থাকছে মাসকট যার দুই দিকে দুই ডানা প্রসারিত। মাঝখানে থাকবে একটি পায়রার মুখ। এর নাম ‘ডানা ৩৬’। এবারেরএকাদশ বিপিএলের মাসকট।বাংলাদেশের সর্বপ্রথম একমাত্র ফ্র্যাঞ্চাইজি টি–টোয়েন্টি টুর্নামেন্টে যেটিকে সম্পূর্ণ নতুনত্বই বলতে হবে।ভারতী বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে থিম সং।
মাসকট ‘ডানা ৩৬’এর গঠন
‘ডানা ৩৬’ এর নতুন গড়ন, রং এবং অঙ্গভঙ্গি স্বাধীনতা, শিক্ষা,শান্তি, মুক্তি, তারুণ্য, প্রাণবন্ততা, উৎসব, উচ্ছলতাএবং সীমাহীন সম্ভাবনাকে তুলে ধরে। ‘ডানা’ বলতে এখানে স্বাধীনতা ও মুক্তির প্রতীক। এর দুই পাশে থাকা ১৮টি এবং৩৬ টি রঙিন পালক ‘৩৬ জুলাই’ ২০২৪ পর্যন্ত ছাত্র-জনতার আন্দোলনের অবিস্মরণীয় স্মৃতিকে তুলে ধরতে মূলত এটি এভাবে সাজানো হয়েছে।
বিপিএল ২০২৫ এর পরিকল্পনা
এবারের বিপিএল হবে অন্য রকম তা আগেই জানিয়েছিল বিসিবির প্রধান উপদেষ্টা। বৈষম্য বিরোধী ছাত্র–জনতার আন্দোলনকে সামনে রেখে টুর্নামেন্টটিকে আরও বেশি জনসম্পৃক্ত ও জনপ্রিয় করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সেটির আশু সম্ভবনা দেখিয়ে আসছেনখোদ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে ও বিপিএলের সহযোগিতায় ‘নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব–২০২৫’ মূলত এই কার্যক্রমকেই এগিয়ে নিতে সহায়তা করবে। ‘ডানা ৩৬’–এ ভর করে বিপিএলের আবহ ছড়িয়ে পড়বে সারা বিশ্বে।এটাই প্রত্যাশা করছেনআয়োজকর।।
বিপিএল ২০২৫ এর সহায়ক
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা আসিফমাহমুদ বলেছেন, এবারের বিপিএলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের৭টি মন্ত্রণালয় সহায়তা করবেন। “এসো দেশ বদলাই”পৃথিবী বদলাই’ স্লোগানে তারুণ্যের উৎসবের আওতায় থাকবে থানা এবং জেলা পর্যায়ে ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব। ক্রিকেট ছাড়াও এতে থাকবে ফুটবলসহ অন্যান্য খেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন প্রতিযোগিতা। একটি পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে এবারের বিপিএল এর অংশীদারত্ব। ৩০ ডিসেম্বর শুরু বিপিএল দিয়ে যাত্রা করে তারুণ্যের উৎসবের শেষটা হবে ১৯ ফেব্রুয়ারি ।