বিপিএল ২০২৫ এর থিম সং। লিরিক্স।Bpl 2025 Theme Song। Lyrics
মাননীয় প্রধান উপদেষ্টা বিপিএল ২০২৫ এর থিম সং এর গীতিকার

বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ২০২৫ অত্যন্ত জারজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে। এবারের বিপিএলে এক অন্যরকম অনুভূতি লক্ষ্য করা গেছে। এবারে বিপিএলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর সাথে পাল্লা দিয়ে বিপিএল এর আয়োজনগুলোকে সাজানো হয়েছে। বিপিএল ২০২৫ এর অন্যতম আকর্ষণ হচ্ছে বিভাগে বিভাগে সাংস্কৃতিক অনুষ্ঠান। এবং এবারের বিপিএল থাকছে মাসকট, থিম সং এবং স্বয়ং বাংলাদেশের প্রধান উপদেষ্টা এর অংশগ্রহণ। এবারের বিপিএলে মাননীয় প্রধান উপদেষ্টা ডঃ মোঃ ইউনুস যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা কে সরাসরি নিজে পরামর্শ দিয়েছেন। এবারের বিপিএল কে আকর্ষণীয় করার জন্য তাই যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা বর্তমান বিসিবি প্রধান যিনি তিনি বিপিএল কে ঢেলে সাজানোর ব্যাপারে প্রকাশ করেছেন।
প্রিয় ক্রিকেট মোদি দর্শকবৃন্দ, যারা ক্রিকেট কে ভালোবাসেন তাদের জন্য এবারের বিপিএল টা হচ্ছে একটি অন্যরকম ক্রিকেট টুর্নামেন্টের মধ্যে একটি। এবারের টুর্নামেন্টটি রাউন্ড রবিন পদ্ধতিতে সাজানো হয়েছে। সুতরাং বুঝতেই পারছেন খেলা গুলো কোন সিস্টেমে হতে যাচ্ছে। যারা অনলাইনে এসে টিকেট সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চান এবং বিপিএল সম্পর্কে জানার জন্য বিভিন্ন ওয়েবসাইটে সার্চ করে থাকেন আপনাদের জন্যই আমাদের আজকের প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। আজকে আমরা আমাদের প্রতিবেদনে বিপিএলের থিম সং নিয়ে আলোচনা করব। থিম সং এর লিরিক্স গুলো আপনাদের সামনে উপস্থাপন করব এবং মাননীয় প্রধান উপদেষ্টা থিম সং এর যে অংশটুকু লিখেছেন। সে অংশটুকু আপনাদের সামনে উপস্থাপন করব। আমরা আশা করছি যে আমাদের এই প্রতিবেদন থেকেবিপিএল থিম সং এর সমস্ত তথ্য পেয়ে যাবেন ।
বিপিএল ২০২৫ এর থিম সং এর গীতিকার
বিপিএল ২০২৫ এর থিম সং লিখেছেন মাননীয় প্রধান উপদেষ্টা মাননীয় ডঃ মুহাম্মদ ইউনুস। ডঃ মোঃ ইউনুস বর্তমান সময়ের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি বিপিএল ২০২৫ এর থিম সং এর কয়েকটি লাইন লিখেছেন। “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই দুটি লাইন যোগ করেছেন মাননীয় প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনুস। বিপিএল ২০২৫ এর থিম সং এ ডক্টর মোহাম্মদ ইউনুসের হাত থাকায় বিপিএল জন্য পেয়েছে এক নতুন উন্মাদনা। তার এই কথাকেই কেন্দ্র করে দেশব্যাপী তারুণ্যের উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে এবারের বিপিএলে।
বিপিএল ২০২৫ এর থিম সং লিরিক্স
জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়া অনুষ্ঠানে বিপিএল ২০২৫ এর থিম সং অনুষ্ঠিত হয়। আমরা এখন আপনাদের সামনে বিপিএল ২০২৫ এর থিম সং লিরিক্স উপস্থাপন করছি।
এলাকা কাপাও, ছক্কা ছাড়ে
বাংলা হৃদয়, উৎসবে নাচে
বিজয় উল্লাস, ঘরে ঘরে
লাল সবুজের পতাকা উড়ে
বাংলাদেশের আকাশ জুড়ে
বিপিএল তোলে ঝড়
দেশে এলো দিন বদল
আবার এলো বিপিএল
এলো বিপিএল
এলো বিপিএল
এলো বিপিএল
আবার এলো বিপিএল
আবার এলো বিপিএল
এলো বিপিএল
এলো বিপিএল
এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই
হাতে হাত ধরো, নতুন করে
আশার আলো ছড়াই
লাল সবুজের পতাকা উড়ে
বাংলাদেশের আকাশ জুড়ে
বিপিএল তোলে ঝড়
দেশে এলো দিন বদল
আবার এলো বিপিএল
এলো বিপিএল
এলো বিপিএল
এলো বিপিএল
ভাই ব্রাদার ডাক দে ক আইলোরে বিপিএল
সট করমু গ্যাপে সব,তোরটা তুই বুইজা খেল
আওয়াজ উঠবোই বহুত, এটা বিপিএল
আমি তো আর একলা না, আমার লগে তুইও খেল
স্বাধীন সাপোর্টে উৎসব পালন জিতলেই
দেখলাই তো সমস্যা বাঙালী চেতলে
তোগো মতো ফুল টস উড়াইয়া দেই দেখলেই
সবাই হয় না লেখক ওইটা এইটা দেখলেই
ফিল্ডিং রাখ টাইট, কাভার করুম ড্রাইভ মাইরা
দোষ দ্যাস মাঠের তুই নিজে খেলতে না পাইরা
সবাই আইসে খেলতে, লইস না কাউরে হালকায়
বিশ্বাস আসে আজকে, চ্যাম্পিয়ন আমি কালকায়
দরকার পড়বো রান, প্রত্যেকটা বলে বলে
কাপ একটাই, আমরা লড়াই দলে দলে
খেলার ভিতরেই হার জিতএডি চলে চলে
কজন উপরে যা বাকিডি তলে তলে
লাল সবুজের পতাকা উড়ে
বাংলাদেশের আকাশ জুড়ে
বিপিএল তোলে ঝড়
দেশে এলো দিন বদল
আবার এলো বিপিএল
এলো বিপিএল
এলো বিপিএল
এলো বিপিএল