বাংলা নতুন সিনেমা মানের নতুন কিছু গত ২০ ডিসেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মাকড়সার জাল।অনেকটা নীরব নিভৃতেই প্রেক্ষাগৃহ গুলোতে আলোর মুখ দেখলো ‘মাকড়সার জাল’। অনেক নতুন নতুন মুখ নিয়ে আকাশ আচার্য বানিয়েছেন ‘মাকড়সার জাল’ মুভিটি। অন্যদিকে মেহজাবীন চৌধুরীক ১৫ বছরের অভিনয় ক্যারিয়ারে প্রথমবারের মতো সিনেমা হলে দেখা গেলো ।
দীর্ঘ অপেক্ষার পালা শেষে ২০ ডিসেম্বর বড় পর্দায় অভিষেক হল ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর। দেশের ২২ টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।মেহজাবীন চৌধুরী শঙ্খ দাশ গুপ্ত পরিচালিত এ সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন । মালতী রানী দাশ নামে মেহজাবিন চৌধুরী একটি নিম্ন মধ্যবিত্ত লড়াকু নারীর চরিত্রে অভিনয় করেছেন। পলাশ কুমার দাশ নামের তরুণ যুবকের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেন গল্পের মালতী নামক চরিত্রে মেহজাবিন চৌধুরী।
“মাকড়সার জাল” মুভির গল্প ও চরিত্র
একটি মধ্যবিত্ত পরিবারের গল্প কাহিনী নিয়ে এই মুভিটি রচনা করা হয়েছে।মুভিটিতে মেহজাবিন চৌধুরী অন্যান্য দক্ষতার ভিত্তিতে অভিনয় করেছেন।মেহজাবিন চৌধুরী একটি যুবকের সঙ্গে সংসার করে আসছিলেন। তবে হঠাৎ করে একটি মার্কেটে আগুন লাগার ঘটনায় মুভিটির গল্পই আসে এক নতুন মাত্রার মোড়। শুরু হয় গল্পের একের পর এক ভিতরে নতুন রহস্য এবংআরেক গল্প।
এ সিনেমায় মেহজাবীন ছাড়া আরও অন্যান্য চরিত্রে যারা অভিনয় করেছেন— নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, আনিসুল হক বরুন, শাহজাহান সম্রাটসহ আরও অনেকে।
“মাকড়সার জাল” ফুল মুভি ডাউনলোড
আমরা আমাদের প্রতিবেদনে “মাকড়সার জাল” মুভি সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি। আপনাদের যদি এই মুভিটি ভালো লেগে থাকে এবং মুভিটি ডাউনলোড করে নিতে চান। তাহলে নিচের দেওয়ার লিংক থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আমরা এখানে দুটি লিংক ব্যবহার করেছি প্রথম লিংক থেকে ডাউনলোড করা সম্ভব না হলে দ্বিতীয় লিংক থেকে ডাউনলোড করে নিতে পারবেন।
মাকড়সার জাল বাংলা মুভির ট্রেইলার
আমাদের পৃথিবীতে অংশে মাকড়সার মুভির ট্রেলার দেখার জন্য ইউটিউব থেকে লিংক এখানে দেওয়া হলো। আপনি ইচ্ছে করলে এখান থেকে মুভি ট্রেলার দেখে নিতে পারেন।