বাংলাদেশে জমির খাজনা ইউনিয়ন ভূমি অফিসে জমা দিতে হয়। জমির খাজনা দেওয়ার পরে ইউনিয়ন ভূমি অফিস থেকে রশিদ সংগ্রহ করে নিতে হয়। এই রশিদটি জমির খাজনার প্রমাণস্বরূপ থাকে। জমির খাজনা বলতে সাধারণত একটি নির্দিষ্ট কর বা ফি কে বোঝায়। জমির খাজনা জমির মালিক কে বা ব্যবহারকারীকে সরকারের নিজস্ব ফান্ডে জমা দিতেহয়। এটিকে সাধারণত রাজস্ব কর বলা হয়। জমির খাজনা সরকারি রাজস্ব আয়েরএকটি অংশবিশেষ।
জমির খাজনা জমি ব্যবহারকারীর ওপর ওপর নির্ধারিত হয়ে থাকে। জমির খাজনার বিষয়ে সমস্ত দায়িত্ব স্থানীয় সরকারও স্থানীয় প্রশাসনের উপরে অধীনস্থ থাকে। সম্মানিত পাঠক, যারা অনলাইনে এসে বিভিন্ন ওয়েবসাইট থেকে জমির খাজনার বিষয়ে জানতে চান এবং কিভাবে অনলাইনে জমি খাজনা প্রদান করতে হয় সে সম্পর্কে জানতে চান তাদের জন্যই আজকে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। যা থেকে আপনি এ বিষয়ে সমস্ত তথ্য পেয়ে যাবেন। আপনারা মনোযোগ সহকারে এই প্রতিবেদনটি পাঠ করুন আশা করছি এ বিষয়ে সমস্ত তথ্য পেয়ে যাবেন।
অনলাইনে প্রথমবার জমির খাজনা দিতে কি কি ডকুমেন্ট লাগে?
জমির খাজনা দিতে গেলে আপনাকে অবশ্যই জমির প্রকৃত মালিক হতে হবে। আপনার যদি জমি না থাকে তাহলে আপনি খাজনা দিবেন কিভাবে। জমির অবস্থান অনুযায়ী বিভাগ জেলা উপজেলা মৌজা তথ্য সম্বলিত খতিয়ান নম্বর ও হোল্ডিং নম্বর থাকতে হবে। সম্মানিত ভিউয়ার, আপনারা যারা প্রথমবার অনলাইনে জমির খাজনা দিতে চাচ্ছেন তাদের জন্য যে সমস্ত কাগজপত্র বা ডকুমেন্ট বা পেপার্স লাগবে সে সম্পর্কে প্রতিবেদনে এই অংশে আলোচনা করা হয়েছে।
- সর্বশেষ রেকর্ড / খতিয়ানের কপি লাগবে।
- আপনার ওই জমির পূর্ববর্তী দাখিলার কপি লাগবে।
- আপনার জাতীয় পরিচয় পত্র লাগবে।
- জমির অবস্থান অনুযায়ী বিভাগ জেলা উপজেলা মৌজা তথ্য সম্বলিত খতিয়ান নম্বর ও হোল্ডিং নম্বর
অনলাইনে জমির খাজনা দেওয়ার নিয়ম
অনলাইনে খাজনা দিতে গেলে আপনাকে কিছু নিয়ম পদ্ধতি অনুসরণ করতে হবে। একটি খতিয়ানে একাধিক ব্যক্তির নাম থাকতে পারে সেক্ষেত্রে খতিয়ানে নাম থাকা যে কোনো একজন ব্যক্তি খাজনা দিতে পারবেন।আপনি যদি ওই জমির ওয়ারিশ হন তাহলে আপনাকে ওয়ারিশন সনদ সংযুক্ত করে জমির খাজনা দিতে হবে। অনেক সময় এরকম হয় যে আইডি কার্ড থাকে না বা জাতীয় পরিচয় পত্র থাকে না সেক্ষেত্রে স্থানীয় জন প্রতিনিধির মাধ্যমে খাজনা দিতে হবে। আরেকটি বিশেষ দিক হচ্ছে একটি খতিয়ানে যতটুকু জমি আছে সবটুকু জমির খাজনা দিতে হবে। কোনভাবেই একক কোন ব্যক্তির আংশিকভাবে খাজনা দেওয়ার কোন বিধান নেই।
অনলাইনে খাজনা দেওয়ার ধাপসমূহ –
- ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।ওয়েবসাইট লিং-http://Idtax.gov.bd
- আপনি যে বাংলাদেশের নাগরিক সেটা রেজিস্টার করতে হবে। (এখানে মোবাইল নাম্বার, জাতীয় পরিচয় পত্র নাম্বার, জন্ম তারিখ দেওয়ার পর একটি ওটিপি আসবে ওটিপিটিকে কনফার্ম করে নিতে হবে।)
- একটি প্রোফাইল তৈরি করতে হবে। প্রোফাইলে সকল তথ্য পূরণ করতে হবে অর্থাৎ একটি প্রোফাইল সেটিং করে নিতে হবে।
- জমির খতিয়ান নাম্বার যুক্ত করতে হবে।
- হোল্ডিং নাম্বার ও ভূমি উন্নয়ন কর এর তথ্য পূরণ করতে হবে।
- পেমেন্ট অপশন সিলেক্ট করে নিতে হবে।
- ই- পেমেন্ট করতে হবে।
- খাজনা রশিদ ডাউনলোড করে নিতে হবে