এস এম এস

উপদেশ মূলক উক্তি ও এসএমএস(SMS)

উপদেশ কি

সম্মানিত পাঠক,আশা করছি সবাই ভাল আছেন।আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি তা হচ্ছে উপদেশ মূলক বাংলা এসএমএস বা বানী।আমার সবাই উপদেশ দিতে ভালবাসি কিন্তু করোই উপদেশ শুনতে ভাল লাগে না।করো কাছ থেকে উপদেশ নিয়ে সে অনুযায়ী বিবেচনা করে কাজ করা বুদ্ধিমানের কাজ।আর বুদ্ধিমানরা ঠকে না কোন না কোন ভাবেই জীবনের উন্নতি করতে পারে।কোন বড় ধরনের কাজ করার ক্ষেত্রে অবশ্যই বুদ্ধিমান ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ নেওয়া উচিত। কারণ কোন একটা সিন্ধিন্ত সঠিকভাবে নিতে গেলে অবশ্যই তাকে দু চারজন দশজনের কাছে পরামর্শ নিয়ে করা ভালো। তাতেই ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। সুতরাং যদিও থাকে জানা জিজ্ঞাসিও দশ জনা।

উপদেশ কি

আমরা কাউকে ভাল কিছু করার জন্য যে পরামশ প্রদান করি তাই উপদেশ।এই  উপদেশ প্রদানের জন্য যে বার্তা দেওয়া হয় তাই উপদেশ মূলক এসএমএস। এসএমএস গুলো আবার বিভিন্ন ধরনের হয়ে থাকে।এসএমএস এর মাধ্যমে মানুষ তার মনের অনুভুতি প্রকাশ করে।আপনি আপনার বন্ধুবান্ধব,ছোট ভাই বোন থেকে শুরু করে পরিবারের সকল সদস্যদেরকে উপদেশ দিতে পারেন।তবে সেই উপদেশগুলো হতে হবে অবশ্যই গ্রহণযোগ্য এবং গঠনমূলক। কোন ধরনের ভুল উপদেশ আপনি থাকলে তা ক্ষতিকর হয়ে দাঁড়াবে। আপনার পরিবার পরিজনদের পরামর্শ দেওয়ার আগে পরামর্শ দেওয়ার আগে অবশ্যই আপনার এই বিষয়ে সম্পূর্ণ রূপে জ্ঞান থাকা জরুরি। আপনার আপনার ঐ বিষয়ে বিশদ জ্ঞান না থাকলে এই বিষয়ে উপদেশ দিতে যাবেন না কারণ ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে।

উপদেশ মূলক বাংলা এসএমএস

উপদেশ মূলক এসএমএস বিভিন্ন রকম হতে পারে। যে যার মত করে উপদেশ প্রদান করতে পারে। এক এক জনের মনের ভাষা- বলার ভাষা এক এক রকম হতে পারে। সুতরাং এসএমএস প্রদানের ক্ষেত্রে সে রকম কোন বাধা ধরা নিয়ম নীতি নাই।তবে এসএমএস এরকম হওয়া যাবে না যার যাকে দিলেন তার ঊপকার না হয়ে ক্ষতি হয়ে যায়।

  সাফল্যের তিনট উপায়–

  • -অন্যের থেকে বেশি জানুন।
  • -অন্যের থেকে বেশি কাজ করুন ।
  • -অন্যের থেকে কম আশা করুন।

স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে

স্বপ্ন হলো সেটা যেটা পুরনের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না।—-এপিজে আবুল কালাম

এই প্রিয় মানুষ গুলো ছাড়া বেচে থাকা কষ্টকর কিন্তু অসম্ভব কিছু নয়

কারো জন্য কারো জীবন থেমে থাকে না

জীবন তার মতই প্রবাহিত হবে।

তাই যেটা ছিল না সেটা না পাওয়াই থাক

সব পেয়ে গেলে জবনটাও একঘেয়েমি হয়ে যায়।

মনে রেখ পৃথিবীর সকল কষ্টই ক্ষনস্থায়ী।—-হুমায়ুন আহমেদ

পৃথিবীতে এমন কোন কাজ নেই যা করলে জীবন ব্যাথ হয়-জীবন এতই বড় ব্যাপার যে একে ব্যাথ করা খুবই কঠিন।

—-হুমায়ুন আহমেদ

যদি আমার কাছে একটি গাছ কাটার জন্য ৮ঘন্টা সময় থাকে তাহলে

আমি কুড়াল ধার করার জন্য ৭ঘন্টা সময় নেব।—আব্রাহাম লিঙ্কন

যে জাতি বাচ্চাদের বিড়ালের ভয় দেখিয়ে ঘুম পারায়

তাড়া সিংহের সাথে লড়াই করা কিভাবে শিখবে

যারা পানিতে ডুবে যাওয়ার ভয়ে তার সন্তানকে ডোবায় নামতে দেন না

কিভাবে সে সন্তান আটলান্টিক পাড়ি দিবে।—শেরে বাংলা একে ফজলুল হক

উপদেশ মূলক উক্তি

উপদেশ নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন দার্শনিক, মনীষী বিভিন্ন ধরনের বাণী প্রদান করেছেন।এই বাণীগুলোকে মূলত আমরা উক্তি হিসেবে মানি।বিভিন্ন দার্শনিক, মনীষী যে বাণী গুলো প্রদান করেছেন তার মধ্যে কিছু কিছু বাণীবা উক্তি আমরা এখন আপনাদের সামনে উপস্থাপন করব। আশা করছি আপনারা এগুলো পড়ে আপনার জীবনকে সাজিয়ে নিবেন। আপনার পরিবার পরিজনদেরকে এসএমএসের মাধ্যমে জানিয়ে দিবেন।এবং তারাও উপকৃত হবে।

  • তোমার ক্রোধকে দমিয়ে রাখ,নচেৎ ক্রোধই তোমাকে নিঃস করে দিবে।—-হোরেস
  • তারাই সুখী যারা নিন্দা শুনে এবং নিজেদের সংশোধন করে।—-উইলিয়াম শেক্সপিয়র
  • সময় বেশি লাগলেও ধৈয্য সহকারে কাজ করো তাহলেই প্রতিষ্ঠা পাবে।—-ডব্লিউ এস লেন্ডের
  • চালাকির দ্বারা কোন মহৎ কাজ হয় না—-স্বামী বিবেকানন্দ
  • পরের উপকার করা ভাল কিন্ত নজেকে পথে বসিয়ে নয়–-এডওয়াড ইয়াং
  • জ্ঞান অর্জন করতে হলে নিজের ভূল থেকে শিক্ষা নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে—-ফ্রানসিস বেকন
  • শিক্ষার মাধ্যমে আমরা আমদের সম্ভাবনা অন্বেষন করতে পারি—বেনজামিন ফ্রাঙলিন

আগে আমাদের চিঠির মাধ্যমে বার্তা পাঠানো লাগতো কিন্তু বর্তমান যুগে প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে ভাবের আদান প্রদানের ধরনও পাল্টে গেছে। এখন আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এসএমএস এর এখন অনেক বেশি প্রচলন রয়েছে।আমরা এখানে যে ধরনের উক্তি গুলো তুলে ধরেছি সেগুলো একটু মনোযোগ সহকারেপরুন।বিভিন্ন বিজ্ঞানী, মনোবিজ্ঞানী এবং দার্শনিকদের উক্তি গুলো তুলে ধরেছি। নিজের জীবনে এগুলো মেনে চললে  আপনারা জীবনে অনেক উন্নতি করতে পারবেন। ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *