দিবস

পবিত্র উপবাসের দিনগুলি এবং একাদশী তালিকা ২০২৫

প্রতি চন্দ্র মাসের ১১ তম দিনে অর্থাৎ পূর্ণিমা ও অমাবস্যার আগের সময়ে পালন করা হয় একাদশী। এটি হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একটি আধ্যাত্মিক দিন। এ সময়ে হিন্দুধর্ম ভক্তরা উপবাস পালন করে এবং তাদের ভগবান  বিষ্ণুর প্রতি প্রতি শ্রদ্ধা এবং ভক্তি প্রদর্শন করে।পদ্মপুরাণে উল্লেখিত রয়েছে যে একাদশীর দিনে এক নির্দয় রাজা ভগবান বিষ্ণুর নাম স্মরণ করে উপবাস পালন করা হয়। তাতে করে তার সকল পাপ ধুয়ে যায় এবং পরবর্তীতে তিনি বৈকুন্ঠে প্রবেশ করেন। তখন থেকে এই একাদশী হিন্দু সম্প্রদায়ের মধ্যে প্রচলিত রয়েছে।

সারা ভারতবর্ষে একাদশী প্রচলিত রয়েছে। এই একাদশী গুলোর মধ্যে রয়েছে নির্জলা একাদশী, বৈকুন্ঠ একাদশী ,পাপ মোচনী একাদশী, আমলকি একাদশী ইত্যাদি বিভিন্ন ধরনের একাদশী পালন করা হয়। একাদশী গুলোর মাধ্যমে নিজের আত্মা নিয়ন্ত্রণ এবং ইন্দ্রিয় সংযম করা হয়। এবং সবচেয়ে বড় যেটি হচ্ছে ভগবান বিষ্ণুর কৃপা লাভ করার জন্য  হিন্দু ধর্মালম্বীরা একাদশী পালন করে থাকে। সম্মানিত পাঠক, যারা অনলাইনে এসে ২০২৫ সালের একাদশীর তালিকা এবং উপবাসের দিনগুলো সম্পর্কে জানতে চাচ্ছেন তাদের জন্য আজকে আমাদের প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। এ প্রতিবেদনটিতে আপনারা একাদশীর পূর্ণাঙ্গ তালিকা এবং উপবাসের দিনগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। আশা করছি আপনারা মনোযোগ সহকারে আমাদের এই প্রতিবেদনটি পাঠ করবেন।

একাদশীর তালিকা ২০২৫

 একাদশীতে যে সকল খাবার খেতে হয় তার মধ্যে রয়েছে নিরামিষ খাবার খাওয়া এবং সম্পূর্ণ উপবাস পালন করা। চাল দিয়ে তৈরি এরকম খাবার খাওয়া যাবেনা এবং ভগবান বিষ্ণুর নাম স্মরণ করতে হবে। এবং মন্ত্র জপতে হবে ।আমরা আমাদের প্রতিবেদনের এই অংশে ২০২৫ সালের একাদশীর তালিকা আপনাদের সামনে এখন উপস্থাপন করছি।

২০২৫ সালের পবিত্র  উপবাসের দিনগুলি

আমরা আমাদের প্রতিবেদনের এই অংশে ২০৫ সালের পবিত্র উপবাসের দিনগুলি সম্পর্কে আপনাদের তালিকা প্রদান করব। হিন্দু ধর্মে একাদশী তিথি প্রতি চন্দ্র মাসের দুইবার করে পালিত হয়ে থাকে। আমরা আশা করছি যে, এই তালিকাটি আপনার জন্য একটি অত্যন্ত জরুরি একটি তালিকা। যারা ধর্মীয় রীতিনীতি অনুযায়ী উপবাস করেন তারা এই তালিকা অনুযায়ী উপবাস করতে পারবেন।

  • পৌষ পুত্রদা একাদশী ————————–১০ জানুয়ারি ২০২৫
  •  শ্রী জয়া একাদশী —————————-২৪ জানুয়ারি ২০২৫
  •  বিজয়া একাদশী—————————— ০৯ফেব্রুয়ারি ২০২৫
  •  আমলকি একাদশী———————— —২৫ ফেব্রুয়ারি ২০২৫
  •  পাপমোচনি একাদশী ————————১১ মার্চ ২০২৫
  • কামদা একাদশী ——————————২৬ মার্চ ২০২৫
  •   বারুথিনি একাদশী—————————৯ এপ্রিল ২০২৫
  • মোক্ষদাএকাদশী——————————১ ডিসেম্বর ২০২৫

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *