ফেসবুক সারা বিশ্বের মধ্যে জনপ্রিয় এবং বহুল আলোচিত একটি সামাজিক যোগাযোগের মাধ্যম। ফেসবুকের মাধ্যমে বর্তমান সময়ে পৃথিবীতে ঘটে যাওয়া যেকোনো ঘটনা কিংবা ঘটনার বিষয়বস্তু দ্রুত ছড়ায়ে পড়ে।যারা স্মার্টফোন বা এন্ড্রয়েড ফোন ব্যবহার করে তাদের ফেসবুকে অ্যাকাউন্ট নেই এমন মানুষ খুঁজে পাওয়া বর্তমান সময়ে খুবই কঠিন। বাংলাদেশের বিভিন্ন ধরনের মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমের সাথে জড়িত ব্যবসায়ী, স্টুডেন্ট, কৃষক, চাকরিজীবী সহ সকল ধরনের মহিলা এবং পুরুষ ফেসবুকে তথ্য আদান প্রদান করে। বাংলাদেশে বর্তমান কয়েক কোটি ফেসবুক ব্যবহারকারী রয়েছে। সারা বিশ্বে এর সংখ্যা আরো কয়েকশো গুন বেশি।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যবহারকারীদের একটি নির্দিষ্ট নাম থাকে। এই নামটির মাধ্যমে ওই ব্যক্তিটি পরিচিতি লাভ করে।যেকোনো ব্যক্তি যে কোন নামে ফেসবুকে আইডি খুলতে পারে। আইডির নামের বিষয়ে ফেসবুক থেকে কোন ধরনের বাধা নিষেধ নাই। সম্মানিত পাঠক, আজকে আমরা আমাদের প্রতিবেদনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রোমান্টিক কিছু নামের তালিকা আপনাদেরকে প্রদান করব এই নামগুলো একটি রোমান্টিক এবং সৌন্দর্যপূর্ণ নাম। এই নামগুলো দিয়ে আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে / ফেসবুকে আইডি খুলতে পারেন।
ফেসবুক আইডিতে নামের প্রয়োজনীয়তা
ফেসবুকেএকটি অ্যাকাউন্ট করতে গেলে আপনাকে একটি নির্দিষ্ট ফর্ম পূরণ করতে হবে। ফরমটিতে আপনার নাম অর্থাৎ আপনার facebook একাউন্টের আইডির নাম আপনার বয়স, বর্তমান ঠিকানা, জন্ম তারিখ সহ জাতীয় পরিচয় পত্র নাম্বার উল্লেখ করতে হবে। এক্ষেত্রে যদি আপনি ফেসবুক আইডির একাউন্টে নাম প্রদান না করেন তাহলে আপনার একাউন্টটি এক্টিভেট নাও হতে পারে। সেজন্য আপনাকে অবশ্যই ফেসবুক আইডির নাম উল্লেখ করতে হবে। অনেকে ফেসবুক আইডিতে নিজের নাম ব্যবহার না করে বিভিন্ন ধরনের নাম ব্যবহার করে থাকে। এটা আসলে সম্পূর্ণ কাদের ব্যক্তিগত ব্যাপার। অনেকেই আবার প্রতিষ্ঠানের নামে ফেসবুকে একাউন্ট খোলে।
ছেলেদের রোমান্টিক ফেসবুক আইডির নাম
আমরা আমাদের প্রতিবেদনের এই অংশে ছেলেদের কিছু রোমান্টিক ফেসবুক আইডির নাম আপনাদের সামনে শেয়ার করব। অনেকে ফেসবুক আইডিতে নিজের নাম প্রকাশ না করে বিভিন্ন ধরনের রোমান্টিক নাম ব্যবহার করে থাকেন। সে সম্পর্কে আইডিয়া দিতে আমাদের প্রতিবেদনটি আজকে তৈরি করা হয়েছে। আমাদের এই প্রতিবেদন থেকেই সুন্দর আইডিয়া নিয়ে সুন্দর সুন্দর ফেসবুক আইডি তৈরি করতে পারবেন।
নাম না জানা পাখি
প্রেমের তাজমহল
আবেগহীন ছেলে
রোমান্টিক ছেলে
লাভার বয়
নাম্বার ওয়ান বয়
রাধা কৃষ্ণ
বনমালী
হরিহর কৃষ্ণ
গৌর নিতাই রোমান্টিক
প্রেমিক পুরুষ
অবুঝ বালক
অন্তহীন ভালোবাসা
নীল আকাশ
মেঘের কোলে রোদ
কিং খান
ভালোবাসা রঙিন পাখি
সুখের পায়রা
কবিতার শেষ লাইন
ভালবাসা পায়রা
আবেগের ছেলে
চির কুমার
নীল জল রাশি
দিগন্তের শেষে
প্রেমের কবিতা
শব্দহীন ছেলে
কাব্যের শেষ লাইন
প্রেমে পড়া বারণ
অন্তর দৃষ্টি দিয়ে দেখা
যত্নহীন ছেলে
বাদশা বাদশা
হৃদয়ে তোমার নাম
স্বপ্নে দেখি তোমাকে
রাজকন্যা হীন রাজপুত্র
রাজ্য ছাড়া ছেলে
তেজ্যপুত্র
ভালোবাসার রঙিন হওয়া
ভালোবাসাময় পৃথিবী
রক্তের বাঁধন
নীল প্রজাপতি
রঙিন পৃথিবী
ভালোবাসার শেষ নাই
ভালবাসি ভালবাসি
তোমাকে চাই
ভালবাসার রঙিন গোলাপ
মেয়েদের রোমান্টিক ফেসবুক আইডির নাম
ছেলেদের পাশাপাশি মেয়েরাও ফেসবুক ব্যবহার করে থাকে। বাংলাদেশের মহিলা ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা অনেক বেশি। সারা বিশ্বেও মহিলা ফেসবুক ব্যবহারকারী কয়েক কোটি। মেয়েদের নিরাপত্তার জন্য তারা তাদের ফেসবুকে নিজস্ব নাম ব্যবহার না করে অনেক সময় বিভিন্ন ধরনের রোমান্টিক নাম ব্যবহার করে থাকে। যাতে করে তার ব্যক্তিগত নাম কিংবা তথ্য অন্য কেউ জানতে না পারে। আমরা আমাদের প্রতিবেদনের এই অংশে মেয়েদের ফেসবুক আইডির কিছু সুন্দর সুন্দর নাম রোমান্টিক নাম উপস্থাপন করছি। আশা করছি এগুলো আপনাদের অনেক ভালো লাগবে।
রাজ্যহীন কন্যা
নীল পরী
রাতের পাখি
তুলসীর পাতা
আবেগি রাজকন্যা
নিশি রাতে চাঁদের আলো
তোমার পরশে রঙিন জীবন
ভালোবাসাময় পৃথিবী
চাঁদনী রাতের রাজকন্যা
অবুঝ বালিকা
রোমান্টিক চিঠি
ভালোবাসার কবিতা
জলপরী
ভালোবাসার লাল গোলাপ
ভালোবাসার সাদা গোলাপ
কাগজের ফুল
শুকনো ফুলের মালা
গন্ধহীন ফুল
গোলাপের পাপড়ি
কদম ফুল
রঙিন গোলাপ